ডেন্টাল ওয়ান এবং ডেটাস্কেপ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা ডেটাস্কেপ গ্রুপের কর্মীদের জন্য বিশেষ ছাড়ে ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করবে।
এই চুক্তির আওতায়, ডেটাস্কেপ গ্রুপের কর্মীরা ডেন্টাল ওয়ানের অত্যাধুনিক প্রযুক্তি, পেশাদার চিকিৎসক দল এবং সাশ্রয়ী সেবার সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেটাস্কেপ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন (ডিরেক্টর, ব্র্যান্ডিং অ্যান্ড এক্সটার্নাল এনগেজমেন্ট) এবং ডেন্টাল ওয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. মোছা. উম্মে হানিয়া (চিফ কনসালট্যান্ট)।
ডেন্টাল ওয়ান, যা মিরপুর ১১-এর ব্লক এ-তে অবস্থিত, দাঁত ফিলিং, স্কেলিং, পলিশিং, টুথ হোয়টেনিং, রুট ক্যানাল, ডেন্টাল ইমপ্ল্যান্ট, শিশুদের ডেন্টাল কেয়ারসহ অন্যান্য বিশেষায়িত সেবা প্রদান করে থাকে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ক্লিনিক খোলা থাকে।
ডেন্টাল ওয়ানের চিফ কনসালট্যান্ট ডা. মোছা. উম্মে হানিয়া বলেন, “ডেটাস্কেপ গ্রুপের সঙ্গে এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী ডেন্টাল সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে এবং ডেটাস্কেপ গ্রুপের কর্মীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডেন্টাল সেবা নিশ্চিত করবে।