দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নজরে আসা এই নায়িকা অ্যাকশন থেকে রোম্যান্টিক সব ধরনের ছবিতে কাজ করেছেন। যদিও এখন তার ব্যস্ততা বড় পর্দায় বেশি, ববির শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে।
দর্শকদের কাছে ববির পরিচিতি কখনো লেডি অ্যাকশন স্টার, কখনো বিজলি। তবে তার এ পর্যন্ত আসার যাত্রাপথ সহজ ছিল না। ইন্ডাস্ট্রির নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। পারিবারিক সহায়তাও পাননি। মায়ের বিরোধিতা এবং সিনেমায় আসা নিয়ে পারিবারিক অশান্তি তাকে অনেকটা একাই লড়তে বাধ্য করেছে।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববি তার ক্যারিয়ারের আক্ষেপের কথা শেয়ার করেছেন। তিনি জানান, তার বাবার পছন্দের কিছু কাজ করার ইচ্ছা এখনও অপূর্ণ। ববি বলেন, ‘আমার বাবার পছন্দের ছবি যেমন দীপু নম্বর টু, উত্তম-সুচিত্রার ছবি, কিংবা শাবানা আজমির আর্ট ফিল্ম—এগুলো দেখে বড় হয়েছি। বাবার জন্য এমন কিছু কাজ করার ইচ্ছা আছে।’
ববি আরও বলেন, ‘আমি অনেক বাণিজ্যিক ছবিতে কাজ করেছি, যেগুলো দর্শক পছন্দ করেছেন। তবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য বাণিজ্যিক ছবিতে কাজ করতেই হয়, সেটা অনেক পরে বুঝেছি। যদিও ক্যারিয়ারের শুরুতে পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি।’
পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের কঠিন সময় তুলে ধরে ববি বলেন, ‘মায়ের সঙ্গে আমার যে লড়াইটা চলেছে, তা কাউকে ভাষায় বোঝানো যাবে না। আমার উপার্জন দিয়ে আনা জিনিস মা ছুঁড়ে ফেলে দিতেন। এমনকি সিনেমার শুটিং শেষে বাসায় এসে চড় খেয়েছি। যেমন, দেহরক্ষী ছবির আইটেম গানের শুটিং করে বাসায় গিয়ে মার খেতে হয়েছিল।’
অভিনয়ের দীর্ঘ যাত্রাপথে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ববি। ভবিষ্যতে তিনি তার বাবার পছন্দের গল্পে কাজ করার স্বপ্ন দেখেন।