বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার নিন্দা, পাকিস্তানের অব্যাহত সমর্থন ঘোষণা শেহবাজের

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫
৩:০৮ অপরাহ্ণ

ভারতশাসিত কাশ্মিরে দেশটির সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে কাশ্মিরিদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথাও তুলে ধরেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার আজাদ জম্মু ও কাশ্মিরের ভিম্বারে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শেহবাজ শরিফ কাশ্মির ইস্যুতে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর নিন্দা জানান। তিনি বলেন, কাশ্মিরিদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না, শেষ পর্যন্ত এই ভূখণ্ডে স্বাধীনতার ভোর আসবেই।

শেহবাজ আরও জানান, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী আত্ম-নিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক, নৈতিক এবং কূটনৈতিক সমর্থন কাশ্মিরিদের জন্য অব্যাহত থাকবে। তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের কাশ্মির ইস্যুতে অবিচল প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ কাশ্মিরিদের প্রতি শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “অধিকৃত কাশ্মিরের জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং তাদের কাশ্মিরি ভাইয়েরা এখানে (আজাদ কাশ্মিরে) উচ্চমানের শিক্ষা পাচ্ছে জেনে তারাও আনন্দ অনুভব করবে।”

অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের অগ্রগতির কথা উল্লেখ করে শেহবাজ বলেন, তার সরকার দেউলিয়া হওয়ার হুমকি মোকাবিলায় উল্লেখযোগ্য চ্যালেঞ্জ পার করেছে। মুদ্রাস্ফীতি ও সুদের হার হ্রাস এবং রপ্তানি ও রেমিটেন্সে ঊর্ধ্বমুখী প্রবণতার কথাও জানান তিনি।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ ভারত ও পাকিস্তান বিতর্কিত কাশ্মিরের পুরোটাই দাবি করলেও উভয়েই এর কিছু অংশ নিয়ন্ত্রণ করে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই কাশ্মির নিয়ে দেশ দু’টির মধ্যে উত্তেজনা এবং যুদ্ধের ইতিহাস রয়েছে।