সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন এই ব্যবস্থায় প্রায় ২,৬১০টি বাস চলবে, যা হবে একই রঙের (গোলাপি)। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠা-নামা করা যাবে না।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে ঢাকায় বাস-মিনিবাস চুক্তিভিত্তিক ব্যবস্থায় চলার ফলে চালকদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। এতে যানজট ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে, যার ফলে দুর্ঘটনার ঘটনাও বেড়েছে। এ সমস্যা দূর করতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী টিকিট কাউন্টার ব্যবস্থা চালু করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে পরীক্ষামূলকভাবে কাউন্টার সার্ভিস চালু করা হবে। পরে পর্যায়ক্রমে মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর রুটের বাসগুলোও টিকিট কাউন্টারভিত্তিক পরিচালনার আওতায় আনা হবে।
সাইফুল আলম আরও জানান, চালক ও সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং নতুন পরিবহন ব্যবস্থায় অভ্যস্ত হন। সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।