ফ্রেশ নিউজ :
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার আংশিক শুনানি শেষে বুধবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এসময় আপিল বিভাগ সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীর মতামত শোনেন।
শুনানিতে এহসান এ সিদ্দিক বলেন, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার। অথচ এখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। এখানে শোনা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অথচ সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করা হয়নি। এর আগে, গত ২৩ জানুয়ারি আপিল বিভাগ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। তবে ওই দিন ৯ নম্বর ক্রমিকে থাকলেও ক্রম অনুসারে আগে থাকা মামলা শুনানির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় আজহারের আবেদন শুনানি হয়নি।