রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা হামলা চালিয়ে পুলিশের ওপর চড়াও হয়েছে এবং এক কর্মকর্তাকে মারধর করেছে
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ হামলা চালায়। এ সময় থানার গেটে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেবের ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিটিং করছিল। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামে তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের আটকের খবর শুনে উত্তেজিত শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। পরে জানতে পারে, আটক তিনজনকে উত্তরা পশ্চিম থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এরপর তারা উত্তরা পশ্চিম থানায় হামলা চালায়।
উত্তরা পশ্চিম থানার একাধিক পুলিশ কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, আটক ছাত্রদের ছাড়িয়ে নিতে শিক্ষার্থীরা থানায় হামলা চালিয়েছে এবং পুলিশের ওপর আক্রমণ করেছে।
এ ঘটনায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।