মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৫
৯:২০ পূর্বাহ্ণ

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। ১২৩টি শহরের মধ্যে প্রথম স্থানে থাকা ঢাকার বায়ুর মান আজ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩৩০।

সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের অবস্থা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার AQI স্কোর ২৫৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত হয়েছে। পাকিস্তানের রাজধানী লাহোর ১৯২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং এর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে স্কোর ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পরিমাপ করতে AQI সূচক ব্যবহার করা হয়, যা বাতাসের বিশুদ্ধতা বা দূষণের মাত্রা নির্ধারণ করে। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে এটি সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটি শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে শহরবাসী স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারে।