বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তার দল শতভাগ সমর্থন করে, তবে সময় নষ্ট না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি দ্রুত আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা গেলে জনগণ সাধুবাদ জানাবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে হেলাল বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা যাবে না। তিনি দাবি করেন, বিএনপি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেছিল, আর আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে সীমাহীন লুটপাট করেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানরা মিলে-মিশে বসবাস করে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
এছাড়াও বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পী, জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, সাইফুর রহমান মিন্টু, পার্থদেব মন্ডলসহ আরও অনেকে সমাবেশে বক্তব্য রাখেন।