বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে স্বপন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে ইসলামী আন্দোলন জেলা কমিটির প্রচার সম্পাদক এইচএম সানাউল্লাহ জানিয়েছেন, ফয়জুল করীম হামলাকারীকে ক্ষমা করে দেওয়ায় দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
২০২৩ সালের বিসিসি নির্বাচনের দিনে নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে ফয়জুল করীমের ওপর হামলা চালানো হয়। জানা যায়, স্বপন সেই হামলার মূলহোতা ছিলেন এবং তিনি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হলে স্বপন ঘর থেকে বের হন এবং তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্বপন বর্তমানে থানায় রয়েছে এবং অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি সূত্র জানিয়েছে, বর্তমানে স্বপন একজন সেনা কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত।