মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৫
৭:৩৪ অপরাহ্ণ

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

তবে এই বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। তার স্ট্যাটাসকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এক পোস্টে লেখেন, ‘আজ জুলাই অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো। এখন আমাদের আবার জাগবার সময়।’ অন্যদিকে, আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমও ফেসবুকে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যমে এসব পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।