মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশন ঘিরে উত্তেজনা, ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৫
৯:০৫ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র-জনতার পক্ষ থেকে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সন্ধ্যার পর থেকেই ছাত্র-জনতা সেখানে জড়ো হতে থাকে এবং নানা স্লোগান দিতে থাকে। রাত ৮টার কিছু আগে তারা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার ঘটনাও ঘটে।

বিক্ষুব্ধ জনতা বলছে, তারা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চায় না এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— এমন নানা স্লোগান দিতেশেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশন ঘিরে উত্তেজনা, ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ

ঢাকা, ৫ ফেব্রুয়ারি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র-জনতার পক্ষ থেকে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সন্ধ্যার পর থেকেই ছাত্র-জনতা সেখানে জড়ো হতে থাকে এবং নানা স্লোগান দিতে থাকে। রাত ৮টার কিছু আগে তারা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার ঘটনাও ঘটে।

বিক্ষুব্ধ জনতা বলছে, তারা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চায় না এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— এমন নানা স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। সেই দিনই উত্তেজিত জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আগুন দেয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির আরেকটি ধাপ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দেখা গেছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। সেই দিনই উত্তেজিত জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আগুন দেয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির আরেকটি ধাপ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।