শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর সংঘর্ষ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৫
৯:১৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সংঘর্ষে ২ সেনা সদস্যও নিহত হয়েছে। রাজ্যের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে এলাকার জঙ্গলে এই সংঘর্ষ হয়।

ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজি) পি সুন্দররাজ নিশ্চিত করেন, মাওবাদীদের নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। পি সুন্দররাজ বলেন, আরও দুই সেনা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের জগদলপুর থেকে এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে রায়পুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহত ৩১ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। তল্লাশি জোরদার করতে আরও অধিক সেনা নামানো হয়েছে বলেও জানান তিনি। এর আগে, গত ১২ জানুয়ারি একই এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে ১২ সন্দেহভাজন মাওবাদীর মৃত্যু হয়।