শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৭:০৫ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন ওই শিক্ষার্থী।বুধবার বিকেল তিনটার দিকে আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তিনটার দিকে আইসিইউতেই মৃত্যুবরণ করেছেন।

পুলিশ জানায়, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছিলো ।

সেসময় গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছিলেন, হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে। ওই হামলার পরপরই এর প্রতিবাদে মধ্যরাতে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।