শনিবার
১লা মার্চ, ২০২৫
১৬ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
১১:১৬ পূর্বাহ্ণ

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের রসুলপুর-কয়েলগাতী ছাগলা-পাগলা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা রঞ্জু বাবু জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রেলওয়ে ব্রিজের কাছে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে কোন ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম. এম. সুমনুল হক জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সচেতন থাকলেও কথা বলতে পারছেন না বলে জানান চিকিৎসক।