রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

উত্তরায় দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলা, আটক ২

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫
১০:৪৩ পূর্বাহ্ণ

ফ্রেশ ‍নিউজ ডেস্ক:

একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন। নারী ও পুরুষ বাঁচার জন্য চিৎকার করছেন। এমন একটি ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।

পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তাঁরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তাঁরাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে দম্পতির ওপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।