শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুমিল্লায় আদালত চত্বরে মামলার বাদীর ওপর হামলা, দুইজন আটক

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৩, ২০২৫
৪:১৩ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

কুমিল্লায় আদালত চত্বরে এক মামলার বাদী সুমন মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলা হয়। আহত সুমন মিয়া কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা।

 এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯) নামের দুইজনকে আটক করেছে।

সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৫ জানুয়ারি মারামারির ঘটনায় সুমন প্রতিবেশী মতিন মিয়া, সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ১৫ ফেব্রুয়ারি আসামিপক্ষ সুমনের বাবা দৌলত মিয়াকে মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে।

রোববার মামলার আসামিরা আদালতে আইনগত পরামর্শ নিতে গেলে সেখানে সুমনের সঙ্গে তাদের দেখা হয়। তখনই তারা সুমনকে বেধড়ক মারধর করেন, এতে সুমন অচেতন হয়ে পড়েন। আদালতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার এসআই সালাহ উদ্দিন জানান, আটক মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে থানায় নেওয়া হয়েছে এবং আহত সুমনের চিকিৎসা চলছে। কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ বলেন, “এই ঘটনায় বাদী চাইলে নতুন করে আরেকটি মামলা করতে পারবেন। যারা সুমনকে মারধর করেছে, তাদেরকে পুলিশ আটক করেছে।”