মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫
৩:১১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের বিষয়ে গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আগামী শুক্রবার (১ মার্চ) বিকেলে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে। সেখানে দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, যেখানে নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।