শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
৮:৩১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর একদিন মন্ত্রণালয়টি প্রধান উপদেষ্টার অধীনে ছিল।

গণঅভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক ও সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহফুজ আলম।

গত বছরের ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে এতদিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।

অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায়, ২৮ আগস্ট, মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।