শনিবার
১লা মার্চ, ২০২৫
১৬ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে রোজা উপলক্ষ্যে ন্যায্য মূলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৫:২২ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার ভাঙাবাড়ি মিলন মোড়ে ও বাজার স্টেশন রাোডের মুক্ত মঞ্চে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, এনডিসি মারুফ আফজাল খান রাজন,প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ক্রীড়া সংগঠক মোঃ আলামিন সেখ।

খোলা বাজারে বিক্রির জন্য পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছে, চিনি প্রতি কেজি এক’শ আঠারো টাকা,ছোলা প্রতি কেজি এক’শ আট টাকা,সয়াবিন তেল প্রতি লিটার এক’শ পচাত্তর টাকা,খেসারি ডাল প্রতি কেজি এক’শ আট টাকা, খেজুর প্রতি কেজি দুই’শ পঞ্চাশ টাকা ও তিন’শ বিশ টাকা ও বেসন প্রতিকেজি এক’শ ত্রিশ টাকা।

খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীব পণ্য বিক্রি কাজে সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবীরা।