শুক্রবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৫
১৫ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন সৈয়দ জামিল

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৯:২৫ অপরাহ্ণ

নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই তিনি এই সিদ্ধান্ত জানান।

শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই মঞ্চে থাকা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন।

তবে শিল্পকলা একাডেমির সচিবের পক্ষে এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই বলে জানা গেছে। এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের।

পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে জানান, “আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এখনো আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেননি।”