ফ্রেশ নিউজ :
ফ্রান্সে পবিত্র মাহে রমজান শুরু হবে শনিবার (১ মার্চ)। ফরাসি কাউন্সিল অব মুসলিম (সিএফসিএম) আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই ঘোষণা দিয়েছে।
তারাবিহ ও রোজার আনুষ্ঠানিকতা ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মুসলিম সম্প্রদায় তারাবিহ নামাজ আদায় করবেন এবং শনিবার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে রোজা পালন শুরু করবেন।
ফ্রান্সের মুসলিমদের প্রতি শুভেচ্ছা রমজান মাস উপলক্ষে ফরাসি কাউন্সিল অব মুসলিম (সিএফসিএম) দেশটির মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।
এই মাস সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের প্রতীক, যেখানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য-পানীয়, স্ত্রী সহবাস ও সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করা হয়। ফিতরা নির্ধারণ এ বছর ফ্রান্সে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৯ ইউরো। পবিত্র এই মাস মুসলিম উম্মাহর জন্য বরকতময় ও গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।