বাংলা একাডেমিতে শুধু প্রবীণদের পদচারণা চলছে, তরুণদের কোনো সংযোগ নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “আমরা চাই, বাংলা একাডেমি যেন স্থবির হয়ে না পড়ে। তরুণ চিন্তার লালনকারীদের এখানে ঠাঁই দিতে হবে।”
শুক্রবার সন্ধ্যা ৬টায় অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুকী মনে করেন, বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন, যেখানে প্রবীণদের পাশাপাশি তরুণ লেখক ও গবেষকরাও যুক্ত হবেন। তিনি উল্লেখ করেন, বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজমও আগে বাংলা একাডেমির সাধারণ সদস্য ছিলেন না। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা এমন এক সময়ে বইমেলার আয়োজন করেছি, যখন দেশে পুলিশ নেই। মানুষ নিজেরা ঐক্যবদ্ধ হয়ে পাহারা দিচ্ছে। আমাদের বিরুদ্ধে সীমানার অন্য পাশ থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা আমরা কাজের মাধ্যমে দূর করার চেষ্টা করছি।”
উপদেষ্টা ফারুকী জানান, ২০২৪ সালের অভ্যুত্থানের পর দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কাজ চলছে। কুষ্টিয়াকে মিউজিক্যাল টাউন এবং পানাম নগরকে কালচারাল টাউন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান, বইমেলার সদস্য সচিব ড. আমিন সরকার ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।