শনিবার
১লা মার্চ, ২০২৫
১৬ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের কৃষি উপকরণ বিতরণ

Fresh News রিপোর্ট
মার্চ ১, ২০২৫
৯:০২ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থবছরের এই প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত প্রকল্পের আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত ৩৭টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর খরিফ মৌসুমের জন্য বিভিন্ন শাক-সবজির বীজ,ছয়টি ফলের চারা এবং প্রকল্প থেকে সরবরাহকৃত পানির ঝাঁঝড়ি বিতরণ করা হয়।

কামারখন্দ উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোছা: মিশু আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার তাসলিম হাসান, এসএপিপিও আমিনুল ইসলাম মল্লিক এবং প্রদর্শনীভুক্ত ৩৭ জন কৃষক-কৃষাণী।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মধ্যে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের গুরুত্ব, এর কার্যকারিতা ও সঠিক রক্ষণাবেক্ষণ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে কৃষকদের পারিবারিক পর্যায়ে নিরাপদ সবজি ও ফল উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে, যা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।