শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন

Fresh News রিপোর্ট
মার্চ ১২, ২০২৫
৮:৪৯ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক যুবকের বিরুদ্ধে তাঁর বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব নবী সাগর তিনি আকমল আলী রোড এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁর কর্মী। অভিযুক্ত ব্যক্তির নাম সাইমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, রাতে স্থানীয় বাসিন্দারা বালুর মাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তাঁর মরদেহ হেফাজতে নেয়। এ ছাড়া রাতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আইয়ুব নবী নামের ওই যুবকের লাশ শনাক্ত করেন।

ওসি বলেন, ‘পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, দুজন বন্ধু হলেও তাঁদের মধ্যে কিছু বিষয়ে বিরোধ ছিল। এ ছাড়া সাইমনের স্ত্রীর সঙ্গে নিহত আইয়ুবের পরকীয়া রয়েছে, এমন সন্দেহ ছিল। ধারণা করা হচ্ছে, এটা নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার পর পলাতক রয়েছেন সাইমন। সাইমন পেশায় একজন শ্রমিক।’