রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আদালতে আত্মসমর্পণ করতে এসে কারাগারে আইনজীবী

Fresh News রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫
১০:৪২ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

কুমিল্লা আইনজীবী সমিতির সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ মামলায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার হাইকোর্টের নির্দেশে কুমিল্লার আদালতের আত্মসমর্পণ করেন আবু তাহের।

উভয় পক্ষের শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শুনানিকালে আদালত কক্ষে কিছু আইনজীবী হৈচৈ করছেন। পরে তার জামিন নামঞ্জুরের পর সোমবার বিকেল ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির লেজার বইয়ে ওভার রাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার তৈরি, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অ্যাডভোকেট আবু তাহের ২০২২-২৩ অর্থবছর এবং ২০২৩-২৪ অর্থবছরে দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনের সহায়তায় সর্বমোট ৪ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৭২০ টাকা আত্মসাৎ করেন।

আইনজীবী সমিতি সূত্র জানায়, ২০২৪ সালের ৬ নভেম্বর সমিতির সাধারণ সভার প্রস্তাবক্রমে একই বছরের ২৪ নভেম্বর কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহেরের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্য পদ স্থগিত করা হয় এবং একই সঙ্গে হিসাবরক্ষক কাজী সুমনকে বহিষ্কার করা হয়।

কুমিল্লা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান জানান, সমিতির টাকা আত্মসাতের মামলায় সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আদালত আত্মসমর্পন করতে আসেন। কিন্তু আদালত তার জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।