ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ১৮ মাসের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫১ হাজার মানুষ। এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি’ আখ্যা দিয়ে তাকে বন্দি করার দাবি তুলেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ।
সোমবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যান হালুৎজ বলেন, নেতানিয়াহু একজন ‘শত্রু’, যিনি দেশটির নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তাকে দমন কিংবা অন্তত বন্দি করা উচিত। একইসঙ্গে তিনি বলেন, হত্যা নয়— শত্রু মোকাবিলা করতে হবে আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ায়।
তবে হালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তারা এটিকে গণতন্ত্রের বিরুদ্ধে উসকানি হিসেবে উল্লেখ করে দাবি করেছে, এমন বক্তব্য চরমপন্থীদের সহিংসতার পথে ঠেলে দিতে পারে। দলটির ভাষ্য, “আইডিএফ ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সেনাপ্রধান এখন প্রধানমন্ত্রীকে বন্দি করার মতো মন্তব্য করছেন, এটি মতপ্রকাশ নয়, চরম উসকানি।”
গাজায় পুনরায় হামলা শুরুর পর ইসরায়েলি সেনা ও সাবেক সেনারা বারবার যুদ্ধ বন্ধের দাবি তুলছেন এবং গাজায় আটক বন্দিদের মুক্তির আহ্বান জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এ মন্তব্য এল।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ। অবরোধে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো এবং বাস্তুচ্যুত হয়েছেন ৮৫ শতাংশ মানুষ।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলকে গণহত্যার অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।