শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চৌহালীতে শিখন শিক্ষণ পদ্ধতি এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে মৌলিক কর্মশালা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫
৬:২৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালীতে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ মাসব্যাপী শিখন শিক্ষণ পদ্ধতি এবং শ্রেণিকক্ষ ব্যাপস্হাপনা মৌলিক প্রশিক্ষণ কোর্সের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমানের বিশেষ উদ্যোগে উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ২ মাসব্যাপী প্রতি ব্যাচে ৪০ জন করে শিক্ষকদের নিয়ে Basic Course on Teaching Learning Method and Class Room Management বা “শিখন শিক্ষণ পদ্ধতি এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা” বিষয়ে মৌলিক প্রশিক্ষণ কোর্স সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের এটিইও, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণের বিষয় ইউএনও মোস্তাফিজুর রহমান জানান যে, একটা দেশের উন্নয়নের জন্য শিক্ষার মানোন্নয়ন সবচেয়ে বেশি জরুরি। কারণ শিক্ষার উন্নয়নের ফল পাওয়া যায় সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং শিক্ষার উন্নয়ন সমাজের সর্বস্তরে প্রভাব ফেলে। এই ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কাজ করতে এসে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে এসেছে তা হলো মান সম্পন্ন শিক্ষার অভাব রয়েছে ।

আরও সুনির্দিষ্ট করে বললে বলতে হয়, চৌহালী উপজেলার মান সম্পন্ন প্রাথমিক শিক্ষার অভাবের কথা। এই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে এই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নের জন্য এই আয়োজন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণি কার্যক্রমে যাতে করে ব্যাহত না হয় সে দিকে লক্ষ্যে রেখে এই প্রশিক্ষণ কোর্সটি শুধুমাত্র প্রতি শনিবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে ২মাসব্যাপী চলবে। এদিকে শিক্ষার মানোন্নয়নে ইউএনওর এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণির মানুষ।