সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আলামিন খানকে দায়িত্ব প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল। সদ্য প্রয়াত জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে মো. আলামিন খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রয়াত মির্জা আব্দুল জব্বার বাবু দীর্ঘদিন ধরে জেলা যুবদলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি গত ২৩ মার্চ ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর সংগঠনকে গতিশীল রাখতেই নতুন নেতৃত্ব দেওয়া হলো।