বৃহস্পতিবার
৮ই মে, ২০২৫
২৫শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের

Fresh News রিপোর্ট
মে ৮, ২০২৫
১০:০৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

মেহেরপুর গাংনীতে মাদকাসক্ত জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৪) মারা গেছেন । বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত লেকসার আলীর ছেলে। জামাই সবুজর একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে।

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, জামাই সবুজ ভোর রাতে বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ইলিয়াস হোসেন পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। এরপর পেটে ছুরি দিয়ে আঘাত করলে ভুড়ি বের যায়। পরে আহতবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনালে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজকে পরিবার ও স্থানীয়রা আটক করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।