শনিবার
১০ই মে, ২০২৫
২৭শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের প্রস্তাব দিলো ভারত

Fresh News রিপোর্ট
মে ১০, ২০২৫
১:৩১ অপরাহ্ণ

১৯৭৫ থেকে ১৯৮৩ পর্যন্ত ইংল্যান্ডের মাঠে পরপর তিনটি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হয়েছিল। একই ঘটনা ঘটেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপেও, যেখানে ২০২১ ও ২০২৩ সালে ইংল্যান্ডে বড় এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০২৫ সালেও টেস্ট ক্রিকেটের বড় এই ইভেন্ট ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হবে। তবে ২০২৭ সালের পরের চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগ্রহ দেখিয়েছে।

বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গতমাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠকে ভারত আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ভারতীয় পক্ষ থেকে এই প্রস্তাব রাখেন বিসিসিআইয়ের সিইও অরুণ ধুমাল, আর তার পূর্বসূরি জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। তাই ভারতীয় বিডকে ইতিবাচকভাবেই গ্রহণ করা হচ্ছে এবং তা মূলত সবুজ সংকেত পেয়েছে।

২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়ামে এবং ২০২৩ সালের ফাইনাল দ্য ওভালে অনুষ্ঠিত হয়েছিল। এবার ২০২৫ সালের ফাইনালটি ১১ থেকে ২৫ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে, যেখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা লড়াই করবে।

এদিকে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আইসিসির প্রতি চাপ প্রয়োগ করছে। ২০২৭ সালের ফাইনাল অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হলে ইংল্যান্ড অতিরিক্ত একটি সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত হতে চায়।

তবে আইসিসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। এর পেছনে মূল কারণ দর্শক উপস্থিতি। যদি ফাইনাল ভারতে হয় এবং ভারত ফাইনালে উঠতে না পারে, তবে গ্যালারিতে দর্শকসংখ্যা কমে যেতে পারে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নিরপেক্ষ দেশগুলোর ম্যাচে দর্শক সংখ্যা ছিল একেবারেই কম। অন্যদিকে, লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে, এবং আগের দুই ফাইনালেও ইংল্যান্ড না থাকার পরেও দর্শক ছিল পরিপূর্ণ।