বুধবার
১৪ই মে, ২০২৫
৩১শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শাহবাগ ও কাকরাইলে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীতে তীব্র যানজট

Fresh News রিপোর্ট
মে ১৪, ২০২৫
৯:৩৩ অপরাহ্ণ

ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমান দেওয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে এবং তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী।

দুপুর সোয়া ২টার দিকে নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর কিছু আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান শুরু করেন। এই দুটি গুরুত্বপূর্ণ মোড়ে সড়ক অবরোধের কারণে মৎস্য ভবন, গুলিস্তান, পল্টন, সায়েন্সল্যাব, ফার্মগেট, কারওয়ান বাজার, নয়া পল্টন ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। অফিস ছুটির সময় ও বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

বৃষ্টির ভেতরেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যান। অনেক বাস যাত্রীকে রাস্তায় নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়। বাসচালক ও সহকারীরা জানান, স্বাভাবিক সময়ে ৩০ মিনিটের রাস্তা পাড়ি দিতে ২ ঘণ্টার বেশি সময় লাগছে। রাস্তায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার শফিকুল ইসলাম জানান, শাহবাগ ও কাকরাইল উভয় মোড়ের অবরোধের কারণে শহরের অন্যান্য রাস্তায় চাপ বেড়েছে। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে কয়েকটি পয়েন্টে ডাইভারশন চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এখনো সড়ক ছাড়ছেন না বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো: আবাসন সুবিধা না পাওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য বৃত্তি চালু করতে হবে; প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে অনুমোদন দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, নার্সিং শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। পুলিশ ব্যারিকেড দিলেও তা ভেঙে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের অবস্থান চলতে দেখা যায়। আন্দোলনের কারণে দিনের শেষভাগে শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে যানজট আরও তীব্র আকার ধারণ করে।