ফ্রেশ নিউজ :
চাঁদপুর শহরে মধ্যরাতে মোটরসাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) ও ব্যাটারিচালিত রিকশার চালক মো. ঈশা (৩০)।
আহতরা হলেন, শহরের বাবুরহাট এলাকার মোটরসাইকেল আরোহী মো. রফিকুল (২৪), রিকশাযাত্রী আফজাল (২৬) ও পথচারী কিশোর সম্রাট (১৪)। তাঁদের মধ্যে রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়। বাকি দুজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান , রাত পৌনে ১২টায় দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশা হঠাৎ রাস্তায় মোড় নিলে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাহনই দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও রিকশা জব্দ করা হয়েছে।