রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাইস কুকার ও গ্যাস স্টোভেও মিলছে কর অব্যাহতির সুবিধা

Fresh News রিপোর্ট
জুন ১২, ২০২৫
১০:৪৭ পূর্বাহ্ণ

 দেশীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে উৎপাদন ও রপ্তানির প্রসার বাড়াতে এবার রাইস কুকার ও গ্যাস স্টোভকেও কর অব্যাহতির তালিকায় যুক্ত করেছে সরকার, যা ২০৩০ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

২০২১ সালে এনবিআর হাউসহোল্ড পণ্যে শতভাগ কর অব্যাহতির ঘোষণা দেয়। সে সময় ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক সেলাই মেশিন, ইন্ডাকশন কুকার, কিচেনহুড ও কিচেন নাইভস এই তালিকায় ছিল। সর্বশেষ প্রজ্ঞাপন সংশোধনের মাধ্যমে রাইস কুকার ও গ্যাস স্টোভকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুবিধা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে।

কর অব্যাহতির এই সুযোগ পেতে পাঁচটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী নিবন্ধিত হতে হবে এবং বিডা থেকে অনুমোদন নিতে হবে। দ্বিতীয়ত, নিজস্ব কারখানায় কমপক্ষে ৩০ শতাংশ মূল্য সংযোজন করতে হবে। তৃতীয়ত, আয়কর অধ্যাদেশের বিধান মেনে চলতে হবে। চতুর্থত, শুধু উৎপাদন হতে প্রাপ্ত আয়ের ওপর কর অব্যাহতি প্রযোজ্য হবে। পঞ্চমত, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে প্রজ্ঞাপন অনুযায়ী বাণিজ্যিক উৎপাদন শুরু করতে হবে।

এই সুবিধা পেতে কোম্পানিকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে এনবিআরে আবেদন করতে হবে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের প্রত্যয়ন ও সইসহ নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। এনবিআরের অনুসন্ধান কমিটি আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন অনুযায়ী কর অব্যাহতির অনুমোদন দেবে। নতুন প্রজ্ঞাপনে অনুসন্ধান কমিটির গঠনেও পরিবর্তন আনা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখন রেফ্রিজারেটর, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, গ্যাস স্টোভ, কম্প্রেসর ও যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে। খাত সংশ্লিষ্টদের মতে, সরকার যদি রপ্তানি প্রণোদনা ও সহায়ক নীতি অব্যাহত রাখে, তবে ইলেকট্রনিক্স শিল্প দেশীয় পোশাক শিল্পের মতো বড় রপ্তানি খাত হয়ে উঠতে পারে।