রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপে মেসিদের গোলশূন্য ড্র

Fresh News রিপোর্ট
জুন ১৫, ২০২৫
৯:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হয় মিশরের আল-আহলির। টানটান উত্তেজনার এই ম্যাচে দুই গোলরক্ষকের দারুণ সব সেভের কারণে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কিছুটা বিলম্ব ঘটে। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলায় নামে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে আল-আহলি, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।

ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগ আসে আল-আহলির পেনাল্টি থেকে। ট্রেজেগুয়েটের নেওয়া শটটি ঠেকিয়ে দেন মায়ামির আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি, যিনি শেষ পর্যন্ত ম্যাচসেরা নির্বাচিত হন। এরপরও উভয় দল বেশ কয়েকবার গোলের কাছাকাছি গেলেও প্রতিবারই দুই গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ান।

মেসির বাঁ পায়ের ফ্রি-কিক এবং দূর থেকে নেওয়া শটও প্রতিপক্ষের জালে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিছুটা দাপট দেখায় মায়ামি, কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। শেষ মুহূর্তে ফাফা ফিকোল্টের হেড আল-আহলির জালে ঢোকার পথে থাকলেও মোহামেদ আল এলশেনাওয়ির দক্ষতায় তা রক্ষা পায়।

মেসি এর আগে বার্সেলোনার হয়ে তিনবার ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে এবার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই তাকে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। ম্যাচ শেষে সমতায় থেকে দুদলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।