ক্রিকেটের ডেভেলপমেন্ট ও ট্রেনিং কার্যক্রমে পরিচালক হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রিচার্ড পাইবাস। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
পাইবাস এর আগে ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে মাত্র সাড়ে চার মাসের মাথায় সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
এরপর ২০১৭ সালেও আবারো তার বিসিবিতে ফিরে আসা নিয়ে গুঞ্জন উঠেছিল, কিন্তু সেটি আর বাস্তব হয়নি। এবার প্রায় এক যুগ পর আবারো বাংলাদেশের ক্রিকেটে নতুন ভূমিকায় যুক্ত হলেন এই অভিজ্ঞ কোচ।
রিচার্ড পাইবাসের কোচিং অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমৃদ্ধ। ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সেলবোর্ন কলেজে কোচিং করানোর পর তিনি ১৯৯৯ সালে পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিভিন্ন মেয়াদে পাকিস্তান দলের সাথেই কাজ করেন এবং পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবেও যুক্ত ছিলেন।
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের পক্ষ থেকে আশা করা হচ্ছে, পাইবাসের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।