পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে শুরু হওয়া ১০ দিনের টানা ছুটি শেষে আজ রোববার পুনরায় খুলছে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার। দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্য ফিরে আসছে আর্থিক খাতে।
ঈদের আগে ৫ জুন ছিল সর্বশেষ কার্যদিবস। এরপর ঈদ ও বিশেষ ছুটির কারণে ১৪ জুন পর্যন্ত সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই সময়ে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ ছিল।
যদিও ব্যাংক বন্ধ থাকলেও এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার সুযোগ ছিল। পয়েন্ট অব সেলেও (পিওএস) লেনদেন হয়েছে। তবে এসব সেবা সব সময় সচল না থাকায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ) চালু থাকলেও তার ওপরই নির্ভর করতে হয়েছে অধিকাংশ গ্রাহককে।
টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ অতিরিক্ত ছুটি না নিয়ে দায়িত্বে ছিলেন। আবার ছুটি শেষে ব্যাংক খোলার অপেক্ষায় ছিলেন অনেক গ্রাহকও। ফলে ব্যাংক ও শেয়ারবাজার খোলার পর প্রথম কার্যদিবসে লেনদেনে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
আজ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো পুরোদমে কাজ শুরু করবে এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও শেয়ার লেনদেন চালু হবে।