চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১১৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার ১৪৫ কোটি টাকা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ১৪ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৯০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৬৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৩০ দশমিক ১ শতাংশ।
সংশ্লিষ্টদের মতে, ঈদের সময় রেমিট্যান্স প্রবাহ বাড়লেও পরবর্তী সময়ে তা কমে যাওয়া স্বাভাবিক ঘটনা, যা এবারও দেখা যাচ্ছে। তবে মে মাসে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেশি।
২০২৫ সালের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে এসেছে মোট ২ হাজার ৮৬৫ কোটি ডলার রেমিট্যান্স। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫ শতাংশ বেশি।
রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১৫ জুন পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে তা ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার হলেও, ব্যয়যোগ্য রিজার্ভ এখনও ১৬ বিলিয়নের ঘরে রয়েছে।