রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগস্টে মাঠে গড়াবে বিসিএল, যুক্ত হতে পারে বিদেশি দল

Fresh News রিপোর্ট
জুন ১৮, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর চলমান থাকলেও দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে এক ধরনের স্থবিরতা। চলতি মৌসুমে মে মাসে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), তবে ভেন্যু জটিলতা ও ক্রিকেটারদের ব্যস্ততা থাকায় পিছিয়ে গেছে এই প্রথম শ্রেণির টুর্নামেন্ট।

নতুন সূচি অনুযায়ী, বিসিএল অনুষ্ঠিত হবে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। পূর্ব পরিকল্পনায় গোলাপি বল ব্যবহারের কথা থাকলেও এবার লাল বলেই টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের আসরে চারটি দল অংশ নেবে। তবে বিসিবি চেষ্টা করছে এই চার দলের একটিতে বিদেশি একটি ঘরোয়া দল যুক্ত করার। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ চলছে, যেখান থেকে যেকোনো একটি দল অংশ নিতে পারে বলে জানিয়েছেন আকরাম খান।

তিনি জানান, এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে তাদের প্রচেষ্টা রয়েছে অন্তত একটি বিদেশি দলকে অন্তর্ভুক্ত করার। শেষ পর্যন্ত কোন দল আসবে তা সময়ই বলে দেবে।