রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ-শ্রীলঙ্কা বাণিজ্য প্রসারে পিটিএ চুক্তির আহ্বান ডিসিসিআই’র

Fresh News রিপোর্ট
জুন ১৮, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভায় এই প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

মঙ্গলবার হিলটন কলম্বো রেসিডেন্স হোটেলে ডিসিসিআই ও সিলন চেম্বার অব কমার্সের মধ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী সুনীল হন্দুন্নেত্তি।

সভায় ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এখনও পূর্ণভাবে ব্যবহৃত না হওয়া বিশাল বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। তিনি শ্রীলঙ্কার উদ্যোক্তাদের বাংলাদেশে লজিস্টিক, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, আইটি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে ঔষধ, পোশাক, ইলেকট্রনিক্স ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহী হওয়ার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, দ্রুত পিটিএ চুক্তি স্বাক্ষর হলে দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন মাত্রা পাবে। পাশাপাশি সমুদ্র অর্থনীতি ও বন্দর ব্যবস্থাপনায় শ্রীলঙ্কার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য দিকনির্দেশক হতে পারে।

সিলন চেম্বারের চেয়ারম্যান ডুমিন্ডা হুলানগামুয়া বাংলাদেশকে শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে দেশটির পর্যটন ও লজিস্টিক খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কার মন্ত্রী সুনীল হন্দুন্নেত্তি বলেন, আঞ্চলিক উন্নয়নের স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ অপরিহার্য। তিনি টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ডিজিটাল সেবা ও ঔষধ শিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরেন এবং বাংলাদেশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ড. আসাঙ্কা রত্নায়েক।

প্রধান প্রবন্ধে সাবেক ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশে দক্ষ মানবসম্পদ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করছে।

অনুষ্ঠানে ডিসিসিআই ও সিলন চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তাসকীন আহমেদ ও ডুমিন্ডা হুলানগামুয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আলোচনার অংশ হিসেবে ডিসিসিআই প্রতিনিধিদল ও শ্রীলঙ্কার ৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০০টি বিটুবি ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রতিনিধিদল শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে।