জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানকে তৃতীয় মেয়াদে পুনর্নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার আইডিআরএ পরিচালক মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নিয়োগপত্রে বলা হয়েছে, এসএম নুরুজ্জামানকে বর্তমান দায়িত্বকাল থেকে শুরু করে আগামী তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও তিনি টানা দুই মেয়াদে সফলভাবে কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৩ সালের ১ নভেম্বর তিনি জেনিথ ইসলামী লাইফে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেন। পরে ধাপে ধাপে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন এবং সেখান থেকেই সিইওর দায়িত্ব নেন।
বীমা খাতে তার পেশাগত যাত্রা শুরু হয় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। এরপর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এক যুগের বেশি সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যেখানে এক পর্যায়ে তিনি ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে ছিলেন। পরে তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সেও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত। ইসলামী বীমা নিয়ে গবেষণাধর্মী লেখালেখিতেও তার আগ্রহ রয়েছে। কর্মসূত্রে তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এসএম নুরুজ্জামান ১৯৭৯ সালে কুমিল্লার মুরাদনগরের চন্দনাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।