রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আদালতের রায়ে বড় ক্ষতিপূরণে পরাজিত বিসিসিআই

Fresh News রিপোর্ট
জুন ১৯, ২০২৫
১০:০৫ পূর্বাহ্ণ

ক্রিকেট মাঠে ও কূটনীতিতে দীর্ঘদিন ধরে দাপট দেখানো ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার হেরে গেছে নিজেদের দেশের আদালতেই। আইপিএল দল কোচি টাস্কার্স কেরালার সঙ্গে চুক্তি বাতিলের ঘটনায় বোম্বে হাইকোর্ট বিসিসিআইকে ৫৩৮.৮৪ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি রিয়াজ আই. চাগলা মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এতে বলা হয়েছে, কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে (KCPL) ৩৮৫.৫০ কোটি এবং রেনডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে (RSW) ১৫৩.৩৪ কোটি রুপি পরিশোধ করতে হবে। ২০১৫ সালের এক মধ্যস্থতাকারী রায়ের পক্ষে এই রায় দিয়ে আদালত বিসিসিআইয়ের আপত্তি খারিজ করে দেয়।

২০১১ সালে আইপিএলের একমাত্র আসর খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। তবে ওই বছরের সেপ্টেম্বরেই বিসিসিআই তাদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি না জমা দেওয়ার অভিযোগ আনে এবং ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল করে। এরপরই শুরু হয় আইনি লড়াই, যার মধ্যস্থ রায়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ভুল বলে চিহ্নিত করা হয়।

বিসিসিআই এরপর সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তা খারিজ করে দেয়। আদালত স্পষ্ট করে জানায়, আর্বিট্রেশন অ্যাক্টের ৩৪ ধারা অনুযায়ী বিসিসিআই যে গভীরভাবে মূল মামলার বিষয়বস্তুতে প্রবেশ করেছে, তা আদালতের এখতিয়ারের বাইরে।

বিচারপতির মতে, ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত দাবিতে বিসিসিআই যে ভুল করেছে তা যথার্থভাবে প্রমাণিত হয়েছে এবং মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত আইনসঙ্গত ছিল।

তবে এখনই অর্থ পরিশোধ করতে হচ্ছে না বিসিসিআইকে। আদালত সংস্থাটিকে আপিলের জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছে। অর্থাৎ আরও এক দফা আইনি লড়াইয়ের সুযোগ থাকছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সামনে।