রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সরকারি প্রকল্পে বিদেশি সেবা ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

Fresh News রিপোর্ট
জুন ১৯, ২০২৫
১০:১৭ পূর্বাহ্ণ

সরকারি প্রকল্প বাস্তবায়নে বিদেশি পরামর্শ, ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা বাবদ অর্থ বিদেশে পাঠানো এখন আরও সহজ হয়েছে। বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদন ছাড়াই এই অর্থ প্রেরণের সুযোগ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো সরকার অনুমোদিত প্রকল্পে ব্যবহৃত বিদেশি সেবার জন্য ফি পাঠাতে পারবে। এর আগে এ ধরনের লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক ছিল।

তবে এই সুবিধা নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রকল্প অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদন থাকতে হবে। বিদেশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থাকতে হবে এবং অর্থ পাঠানোর সময় প্রকল্প কর্তৃপক্ষের সনদপত্র ও ইনভয়েস জমা দিতে হবে। উৎসে কর ও অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রয়্যালটি, কারিগরি জ্ঞান, কারিগরি সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি বাবদ ফি পাঠাতে হলে বিডা নির্ধারিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এ সিদ্ধান্তে সরকারি প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে এবং বিদেশি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবা নিতে আর পূর্বানুমোদনের জটিলতায় পড়তে হবে না।