রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মেসির জাদুকরী ফ্রি-কিকে প্রথম জয় পেল ইন্টার মায়ামি

Fresh News রিপোর্ট
জুন ২০, ২০২৫
৯:২৪ পূর্বাহ্ণ

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে অবশেষে সফল হলো ইন্টার মায়ামি। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি, যিনি বিশ্বমঞ্চে তার ২৫তম ফিফা গোলটি করলেন দৃষ্টিনন্দন ফ্রি-কিকে।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা মায়ামির জন্য ভালো ছিল না। মাত্র অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পোর্তো এগিয়ে যায় ১-০ ব্যবধানে। মায়ামি ডিফেন্ডার নোয়াহ অ্যালেনের ফাউলে ভিএআরের সাহায্যে স্পট কিক পায় প্রতিপক্ষ, যেখান থেকে গোল করেন সামু আঘেহোয়া। প্রথমার্ধজুড়ে মেসির কিছু ভালো আক্রমণ সত্ত্বেও মায়ামি গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ছন্দ ফিরে পায় মায়ামি। ম্যাচের ৪৭তম মিনিটে মার্সেলো উইগান্ধটের দারুণ এক ক্রস থেকে হাফভলিতে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। এরপরই মেসি তার আইকনিক বাঁ পায়ে অসাধারণ এক ফ্রি-কিকে বল জড়ান ডানবারের কোণ দিয়ে পোর্তোর জালে। এই গোলের মাধ্যমে তিনি ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন।

বাকি সময়টায় উভয় দলই আক্রমণ চালিয়ে যায়, তবে আর কেউ সফল হয়নি। ফলে ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা ইন্টার মায়ামি তুলে নেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পালমেইরাস গোল ব্যবধানে এগিয়ে থাকলেও নকআউট পর্বের দৌড়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে এই দুই দলই।