ব্র্যাক ব্যাংক পিএলসি ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে, যার অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক স্টক ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেন উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, সঙ্গে ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ ও অন্যান্য পরিচালকবৃন্দ।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান শেয়ারহোল্ডারদের আস্থার জন্য ধন্যবাদ জানান এবং কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান এজিএম পরিচালনা করেন।
সভায় জানানো হয়, ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সম্মিলিতভাবে কর-পরবর্তী নিট মুনাফায় ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যার পরিমাণ ১,৪৩২ কোটি টাকা। একক ভিত্তিতে নিট মুনাফা দাঁড়িয়েছে ১,২১৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি।
চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান তাঁর বক্তব্যে ব্যাংকের আর্থিক সক্ষমতা, গ্রাহক আমানতে ৩৪ শতাংশ ও ঋণ বিতরণে ২০ শতাংশ প্রবৃদ্ধির বিষয় তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডার, রেগুলেটর, কর্মী ও স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানান এবং ২০২৫ সালে আরও সফলতার আশাবাদ ব্যক্ত করেন।