রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

২০২৫-২৬ বাজেট রাজনৈতিক শূন্যতার প্রতিফলন: ফাওজুল কবির খান

Fresh News রিপোর্ট
জুন ২২, ২০২৫
৮:৪৬ পূর্বাহ্ণ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে রাজনৈতিক শূন্যতার বাজেট হিসেবে অভিহিত করেছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত ও লুণ্ঠিত হয়েছে, এবং এটি এক গভীর সংকটের প্রতিচ্ছবি।

শনিবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে “বাজেট বিতর্ক: প্রসঙ্গ-অনুষঙ্গ” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের দুর্নীতির চক্র ভেঙে প্রতিযোগিতামূলক অর্থনীতির ভিত গড়তে চায়।

তিনি তার অধীনস্থ মন্ত্রণালয়গুলোর কিছু সাম্প্রতিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নদীপথ সংস্কার, অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রাতিষ্ঠানিক ও গ্রাহক পর্যায়ে সম্প্রসারণ উদ্যোগ।

আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুব উল্লাহ্ এবং সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। মাহবুব উল্লাহ্ বলেন, আপাতদৃষ্টিতে বাজেটটি গতানুগতিক মনে হলেও এটি ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে উঠতে পারে।

বিভিন্ন খাত বিশ্লেষণে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বাজেটের ৯টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতামত দেন। স্বাস্থ্যখাতে জিডিপির মাত্র ১.৭ শতাংশ বরাদ্দকে অপ্রতুল হিসেবে দেখিয়ে অধ্যাপক শাফিউন নাহিন শিমুল বলেন, এটি খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত।

শিক্ষাখাতে বরাদ্দ হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গবেষক ড. জুলফিকার আলী এবং নারীখাতে বরাদ্দ কম হওয়াকে ‘টোকেন বরাদ্দের’ অভাব হিসেবে উল্লেখ করেন অধ্যাপক শারমিন্দ নীলর্মি।

অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় রেমিট্যান্স, খাদ্য ও তৈরি পোশাক খাতের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গবেষণা পরিচালক গুলজার নবী। সংকোচনমূলক রাজস্ব নীতি কর্মসংস্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন অধ্যাপক সায়মা হক বিদিশা।

বাজেট ঘাটতি, রপ্তানিমুখী শিল্প, বিনিয়োগ, দুর্নীতির ঝুঁকি, ও কর আদায়ের বাস্তবতা নিয়েও নানা দিক তুলে ধরেন ড. কাজী ইকবাল, অধ্যাপক রাশেদ তিতুমীর, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক এ কে এনামুল হক এবং অধ্যাপক অতনু রাব্বানী।

বিভিন্ন বিশ্লেষণ থেকে উঠে আসে—সংবিধানিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বার্থান্বেষী গোষ্ঠীর দখলে রয়েছে এবং জনগণের অর্থের ওপর জনগণের অধিকার নিশ্চিত না হলে বাজেট বাস্তবায়ন কাঙ্ক্ষিত ফল দেবে না।