রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এনবিআর চেয়ারম্যান অপসারণ দাবিতে আবারও কলম বিরতি

Fresh News রিপোর্ট
জুন ২২, ২০২৫
৮:৪৯ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণের দাবিতে আগামী সোমবার ঢাকাসহ দেশের সব দপ্তরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

শনিবার (২১ জুন) বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, রোববার বাজেট পাসের কার্যক্রম থাকায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি চলবে, আর অন্যান্য দপ্তরে কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে একই সময় পর্যন্ত কলম বিরতি পালন করবেন।

সরকারের রাজস্ব সংস্কার উদ্যোগের অংশ হিসেবে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করার প্রেক্ষিতে গত ২৬ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন কর্মকর্তারা। পরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যার পর কর্মসূচি প্রত্যাহার করা হলেও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি ও তাকে ‘অসহযোগিতার’ ঘোষণা বহাল থাকে।

সরকার ২০ জুন এনবিআরের কাঠামোগত সংস্কারের জন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করে, যার সমন্বয়কের দায়িত্ব পান এনবিআরের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অভিযোগ করে, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে এবং এতে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।

সংগঠনের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব মিজ সেহেলা সিদ্দিকা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক বদলি ও নিপীড়ন শুরু হয়েছে। এমনকি এনবিআর ভবনে সভা-সমাবেশ নিষিদ্ধ করে পরিস্থিতিকে উসকে দেওয়া হচ্ছে।

তারা বলেন, এনবিআর চেয়ারম্যান অব্যাহতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং পরিষদের অস্তিত্ব ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। রাজস্ব সংস্কারে সরকারের সদিচ্ছা থাকলেও তার মাধ্যমে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

সংগঠনের দাবি, সংস্কার বাস্তবায়নের জন্য বর্তমান চেয়ারম্যানকে অবশ্যই অপসারণ করতে হবে এবং গঠিত কমিটিতে সংস্কার ঐক্য পরিষদের সুনির্দিষ্ট প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান হবে।