গলে সম্ভাবনা থাকলেও পরিকল্পনার ভুলে ফল আনতে পারেনি বাংলাদেশ। তবে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নতুন শুরুর সুযোগ পেয়েছে টাইগাররা। টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
বাংলাদেশ একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ, জ্বরের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। মিরাজের বদলি হিসেবে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদও, তার জায়গায় দলে ফিরেছেন এবাদত হোসেন—যিনি শেষবার খেলেছিলেন ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে।
শ্রীলঙ্কার একাদশে এসেছে দুটি পরিবর্তন। ক্যারিয়ার শেষ হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় এসেছেন সোনাল দিনুশা, যিনি টেস্ট অভিষেক করছেন। ইনজুরির কারণে বাদ পড়েছেন মিলান রত্নায়েকে, তার জায়গায় খেলছেন বিশ্ব ফার্নান্দো।