টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এটি “সম্পূর্ণ বিজয়” বলে উল্লেখ করেছেন তিনি। তবে এই দাবি নিয়ে উঠেছে প্রশ্ন।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ফলে কিছু ক্ষতি হলেও পুরো কর্মসূচি ধ্বংস হয়নি। ইসরায়েলি সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, আঘাতে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরানের পারমাণবিক সক্ষমতা এখনও বহাল রয়েছে।
নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য এবং অন্যান্য আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের পুরো পারমাণবিক কাঠামো ধ্বংসে সক্ষম কোনো হামলা এখনো চালানো হয়নি।
বর্তমানে ইসরায়েল তাদের দৃষ্টি গাজার দিকে ফেরাচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত ৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল ও মানবিক সংকটে ঠেলে দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি হলেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা শেষ হয়নি। তাছাড়া গাজায় চলমান হামলা টেকসই শান্তির পথে বড় অন্তরায় হয়ে আছে।