রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফিফা ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটকে হারিয়ে নকআউটে ইন্টার মিলান

Fresh News রিপোর্ট
জুন ২৬, ২০২৫
১০:১৫ পূর্বাহ্ণ

টিকে থাকার লড়াইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার রিভারপ্লেটকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রিভারপ্লেট বিদায় নিয়েছে দুটি লাল কার্ড ও মাঠের বিশৃঙ্খলা উপহার দিয়ে। আর ইন্টার নিশ্চিত করেছে নকআউট রাউন্ডের টিকিট।

ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধেই জমে ওঠে লড়াই। ৭২ মিনিটে ১৯ বছর বয়সী ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইন্টার। এর আগেই লাল কার্ড দেখে দশজনের দলে পরিণত হয়েছিল রিভারপ্লেট। শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ইন্টারের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। এর মিনিটখানেক পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিভারের মন্টিয়েল।

খেলা শেষে রিভারপ্লেট ও ইন্টারের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। দর্শকরাও উত্তেজিত হয়ে গ্যালারি থেকে বস্তু ছুড়ে মারেন। রেফারি, নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় রিভারপ্লেট। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে থেকে আসর শেষ করে। ইন্টার মিলান ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে ওঠে। আরেক দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে মন্টেরি, যাদের পয়েন্ট ৫। শেষ ষোলোতে ইন্টার মিলান খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে ৩০ জুন।