রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টিউলিপ’র ফ্ল্যাট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক কর্মকর্তাদের তলব

Fresh News রিপোর্ট
জুন ২৬, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ান সিদ্দিকের বিরুদ্ধে ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের মামলায় রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকার গুলশানে একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ২৯ ও ৩০ জুন এই কর্মকর্তাদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এর আগে, টিউলিপ সিদ্দিককে দুবার তলব করলেও তিনি সাড়া দেননি।

মামলার এজাহারে বলা হয়, ১৯৬৩ সালে বরাদ্দ পাওয়া একটি গুলশানের প্লট নির্ধারিত ৯৯ বছরের ইজারা মেয়াদ শেষ হওয়ার আগেই অবৈধভাবে ভাগ করে ৩৬টি ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের অনুমোদন দেয় রাজউক। অনুমোদন পাওয়ার পেছনে ইস্টার্ন হাউজিংকে ‘অবৈধ সুবিধা’ দেওয়া হয় বলে অভিযোগ। বিনিময়ে টিউলিপ সিদ্দিক একটি ফ্ল্যাট গ্রহণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

রাজউকের সংশ্লিষ্ট আইন উপদেষ্টা, সদস্য, পরিচালক ও তত্ত্বাবধায়কদের বিরুদ্ধে এই ঘটনায় অবৈধভাবে প্রভাব খাটিয়ে আমমোক্তার অনুমোদনের ব্যবস্থা করাসহ দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

দুদক আরও জানায়, পূর্বাচলে জমি বরাদ্দ নিয়েও টিউলিপের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, যেখানে তাকে সহযোগী আসামি করা হয়েছে এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।